🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ভালোবাসা একটি চারা গাছ ,একটি অঙ্কুর থেকে যার সৃষ্টি, একে হৃদয়ে রোপন করতে হয় ,শুধু ভালোবাসার অমৃত সুধা দিয়ে একে বড় করে যাও অঙ্কুরেই ফল পাওয়া যায় ,যখন বৃক্ষের আকার ধারণ করে ,তখন অফুরন্ত ভালোবাসা শুধু ভালোবাসা , 🌷🌷🌷🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
তুমি মন্দিরে নেই,মসজিদে নেই রয়েছ হৃদয়ের মাঝে, মাথায় তুলে রাখিনি ,পাছে মাথা হেঁট হলে পড়ে যাবে,তাই রেখেছি হৃদয়ের মাঝে ,,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻
আমার সকল প্রিয় ভাই ও বোনদের যারা বর্তমানে মন্দিরে আছে ,আর যে সকল ভাই বোনেরা মন্দির থেকে দূরে সরে আছেন তাদের উদ্যেশ্যে আমার অনুরোধ,আসুন আগামী নতুন বছর সব অভিমান ,ভুলে নতুনকরে আবার মন্দিরে সবাই মিলে একসাথে এগিয়ে যাই,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
আনন্দ লোকে মঙ্গলালকে বিরাজ সত্য সুন্দর, এই বিরাজমান সত্য সুন্দর হলেন সদা শিব ,যিনি দেবাদিদেব মহাদেব ,যিনি সৃষ্টির কর্তা যিনি বিশ্বব্রহমাণ্ডের পালনকর্তা যার আদি নেই অন্ত নেই , যিনি লক্ষ কোটি বার জীবজগতের সৃষ্টি ও প্রলয়ের কারণ , যিনি ভোলানাথ অল্পেই সন্তুষ্ট ,যার ঘর নেই বাড়ি নেই ,শ্বশান যার বাসভূমি , নীল আকাশ যার ছাদ সেই মহাদেব , যিনি শিব যিনি পিনাকিনাথ তিনিই রুদ্র দেব শঙ্কর ,তিনিই মহাদেব মহেশ্বর , তিনিই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি কর্তা পরমস্বর আসো সকল ভাই বোন বন্ধু আমরা তার আরাধনা করি 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
খেলা হবে ,মনে মনে খুব আনন্দ উপভোগ করছি ,একটা খেলাকে কেন্দ্র করে , কতো সুন্দর সুন্দর গান কতো ভালো ভালো কথা ,কিন্তু খেলার শেষে , যে কি হবে আমরা বুঝেও বুঝতে চাইছি না ,কসাইয়ের মাংসের দোকানে যেমন ছাগল কেটে ঝুলিয়ে মাংস কেটে বিক্রি হয় আর ঠিক তার নিচে জেন্ত ছাগলগুলো বোকার মত ঘাস চিবিয়ে চিবিয়ে খায় আর দেখে,বেচারি মানুষের অবস্থাও ঠিক তাই ,রামায়ণের মারিচের মত অবস্থা ,সোনার হরিণের প্রলোভনে মানুষকে ফাঁদে ফেলার খেলা , এই অবস্থায় একমাত্র ঈশ্বরই হয়তো শেষ খেলা খেলবেন ,যা মানুষের ধরা ছোঁয়ার বাইরে ,🙏🙏🙏🙏🙏🙏🙏
https://youtu.be/UvbOYeFptZQ এমন মানুষ পেলাম নারে যে আমায় ব্যাথা দিল না ,গোষ্টো গোপাল দাসের বিখ্যাত একটি গান ,যা সব সময় সময়োপযোগী ,🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻 ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ একদিন গিরিশ ঘোষের থিয়েটারে নাটক দেখতে গিয়ে নটি বিনোদিনীর অভিনয়ে মুগ্ধ হয়ে বলেছিলেন ছেলেটা খুব ভালো অ্যাক্ট করেছে ,সবাই বললেন না ঠাকুর ও ছেলে নয় ,ও একটা মেয়ে ,ঠাকুর অবাক হয়ে দেখলেন ,বললেন ওরে শালা,খুব ঠকিয়েছিস,বিনোদিনীর দাসী ঠাকুরকে পায়ে ধরে আশীর্বাদ চাইলেন ,ঠাকুর সেই পতিতার মাথায় হাত রেখে আশির্বাদ করলেন, তোর চৈতন্য হোক আর বললেন অভিনয় কর মা এতে লোক শিক্ষা হয় ,ঠাকুর দয়াময় একজন পতিতাকে সমাজের শিক্ষিকার সিকৃতি দিয়ে গেলেন ,ঠাকুর বহু বছর আগেই বলে গেছেন ,শিক্ষা আনে চেতনা (চৈতন্য) চেতনা অনে মুক্তি (বুদ্ধির বিকাশ)জয় শ্রী শ্রী রাম কৃষ্ণের জয় জয় মা সারদা জয় স্বামী বিবেকা নন্দের জয় 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏